চন্দনাইশের হাশিমপুর বাইন্না পুকুর পাড় এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হাইচের ধাক্কায় নিখিল পাল (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী হাইচ সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত নিখিল পাল উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ পালপাড়া গ্রামের বিপদ ভঞ্জন পালের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, একটি সনদ আনতে বৃহস্পতিবার দুপুরে হাশিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান নিখিল। সেখান থেকে ফেরার সময় মহাসড়ক পার হচ্ছিলো সে। এসময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বেপরোয়া গতির একটি হাইচ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। হাইচের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নিখিল ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply