সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে পৃথক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সদস্য সহ ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ইকবাল হোসেন (২৬) ও জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক নোয়াগাঁও গ্রামের আবদুল্লাহ মিয়ার ছেলে অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী মো.জাহের(৩৫)।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়ার নেতৃত্বে থানার এসআই সাকিব হোসেন, এসআই লুৎফুর রহমান, এসআই নুর উদ্দিন ও এসআই শাহ আলম সহ পুলিশদল পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের (২৭ জুন) শুক্রবার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply