জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশে দোহাজারী পৌরসভার দোহাজারী-জামিজুরী সড়কের পাশ থেকে রাতের আঁধারে মূল্যবান গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে রাতের আঁধারে দোহাজারী পৌরসভার জামিজুরী বড়ুয়া পাড়া সড়কের পাশ থেকে ২০টির অধিক বড় বড় আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মতে, প্রতিটি গাছ হতে শতাধিক ঘনফুট কাঠ পাওয়া যাবে। এ ধরনের প্রায় ২০টির অধিক গাছ কেটে নিয়ে গেলেও পৌরসভা কতৃ ‘পক্ষ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। এভাবে চলতে থাকলে একসময় এ সড়কে সব গাছ কেটে নিয়ে যাবে দুর্বৃত্তরা। এ ব্যাপারে দোহাজারী পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দীন বলেছেন, এ ব্যাপারে তাদেরকে কেউ অবহিত না করায় তারা কোন পদক্ষেপ নেননি। অতি বৃষ্টিতে রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছগুলো কেটে নিয়ে গেছে। ২৮ জুলাই স্থানীয়দের মাধ্যমে গাছ কেটে নিয়ে যাওয়ার বিষয়টি অবগত হয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমাকে অবহিত করেছেন বলে জানান তিনি।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেছেন, বিষয়টি ২৮ জুলাই অবহিত হয়েছি।
সরেজমিনে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ নিবেন বলে জানান তিনি।
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply