চন্দনাইশে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকার শাহজালাল হোটেল এন্ড বিরিয়ানি হাউজের মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হোটেল মালিক দন্ডকৃত টাকা নগদ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করেন।
সোমবার (৩০ জুন) বিকেলে চন্দনাইশ উপজেলার
গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে শাহজালাল হোটেল এন্ড বিরিয়ানি হাউজ-এ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ওই হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম,চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply