সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলার নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।
(৩০জুন ) সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো.তরিকুল ইসলামের আমন্ত্রণে পৌর সভা কনফারেন্স হলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় হলুদ সাংবাদিকতা পরিহার ও ছাতকে সাংবাদিকদের মধ্যে কাঁদা ছুড়াছুড়ি সহ বিভিন্ন তৎপরতা লক্ষ্য করা যায়। এসব বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে মতবিনিময় সভায়। এ সব বিষয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঐক্যমত পোষণ করেছেন। তিনি বলেন ছাতকের ইতিহাস- ঐতিহ্য বজায় রাখতে হবে। এতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ছাতকে সুস্থ সাংদিকতার বিকাশে সবাইকে ঐক্যবদ্বভাবে প্রচেষ্ঠা ও কাজ করার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ,সহ সভাপতি মো. বদর উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, সাংবাদিক রাজ উদ্দিন আহমেদ রাজু,হামিদুর রহমান বাবলু,তমাল পোদ্দার,আমিনুল ইসলাম আজির,জাহাঙ্গীর আলম চৌধুরী, মো.আমীর আলী, সেলিম মাহবুব,সুজন তালুকদার,জামিল হোসেন, জাকির হোসেন তানভীর,মীর আমান মিয়া,অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান জুয়েল,ছাত্র সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply