চন্দনাইশে মাদক সন্ত্রাসকে রুখে দিতে এলাকাবাসী একসাথে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রেলি ও সমাবেশ করেছেন। উপজেলার হাশিমপুর ইউনিয়নে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে দক্ষিণ হাশিমপুর বড় পাড়া এলাকায় এ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন বক্তারা। তারা বলেন, বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা মহামারির মতো ছড়িয়ে পড়েছে। সন্তানের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে সজাগ হতে হবে। এই এলাকায় কোনো ধরনের মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দুর্নীতি বরদাশত করা হবে না।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এসব অপকর্মে জড়িত, তারা এখনই সাবধান হয়ে যান। না হলে এলাকাবাসীই তাদের আইনের হাতে তুলে দেবে।
র্যালিতে সভাপতিত্ব করেন হাশিমপুর ইউপি সদস্য মোহাম্মদ আলী। এ সময় বখতিয়ার, মনির আহম্মদ, রমজান আলী, নাজিম, আরফাত হোসেন, এসকান্দর, তৌহিদ, গ্রাম পুলিশ রিয়াসেদ, সাকিব, হিরু, ইফতি, ফয়সাল, রবিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply