জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই মোঃ আল আমিন, এসআই দিপংকর হালদার, এসআই নুর উদ্দিন আহমদ, এসআই রিফাত সিকদার, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার ও এএসআই কামাল উদ্দিনসহ সঙ্গীয় পুলিশদল বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নারী নির্যাতন মামলার এজাহারনামীয় আসামী সরুপ মিয়া (৩০), পিতা-আছকন মিয়া, সাং- গোতগাঁও, ইউপি-৯নং পাইলগাঁও, আরেক মামলার এজহারনামীয় আসামী আক্তার মিয়া (৩০), পিতা-মৃত গৌছ মিয়া, সাং ইসহাকপুর (১নং ওয়ার্ড, জগন্নাথপুর পৌরসভা) ও পৃথক মামলার আরেক আসামী মনির হোসেন (২২), পিতা-মৃত মোস্তফা মিয়া, পালক পিতা-মোঃ হান্নান মিয়া, সাং-বাগময়না, বর্তমানে-আছিমপুর (পাইলগাঁও), থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের (২৯ জুলাই ) মঙ্গলবার পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।·
WWW.DESHYNEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply