সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে একটি পরিবারের বিল্ডিং এর পানির লাইন, গ্যাস লাইন বিছিন্ন করে দিলে পরিবারের সদস্যরা না খেয়ে মানবেতর জীবণ যাপন করতে হচ্ছে এবং মারধরের শিকার হওয়ার অভিযোগ উঠেছে।
[video width="382" height="850" mp4="https://www.deshenews24.com/wp-content/uploads/2025/09/VID-20250831-WA0007.mp4"][/video]
সরেজমিনে গেলে জানা যায়, পৌরসভাস্হ ৩নং ওয়ার্ডের মহাদেবপুর গ্রামের ইসমাইল মিস্ত্রীর ছেলে মোঃ শাহাজাহানের সাথে ছোট ভাইয়ের স্ত্রী হুরে জান্নাত (৪৫), ছেলে আসির (১৯),, ভাতিজা সায়েম (৩৫) এর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধে আদালতে মামলা চলছে। এরই জের ধরে গত ২৮ আগষ্ট শাহাজাহানের স্ত্রী ফেরদৌস আক্তার (৪২) ছেলে আবির (১৯) ও মেয়ে সরাবান তাহুরা (১৪) কে প্রতিপক্ষ হুরে জান্নাত, আখি, আসির ও সায়েম এলোপাথারী মারধর এবং শ্লীলনতাহানীর চেষ্টা চালায় বলে অভিযোগ উঠে।
[video width="382" height="850" mp4="https://www.deshenews24.com/wp-content/uploads/2025/09/VID-20250831-WA0006-1.mp4"][/video]
এছাড়া প্রতিপক্ষরা আবিরদের ২টি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে এবং পানির লাইন ও গ্যাস লাইন বিছিন্ন করে দেয়। পরে সাংবাদিকরা সরেজমিনে ঘটনাস্হলে গেলে তারা উক্ত ঘটনার সত্যতা পায়। সাংবাদিকরা চলে আসার পর পানির লাইন সংযোগ দিলেও গ্যাস লাইন সংযোগ দেয়নি। এ ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ইতিপূর্বেও তাদেরকে মারধর ও শ্লীলনতাহানীর চেষ্টা করার কারণে ডিবি পুলিশের তদন্তে সত্যতা পেয়ে আদালতে আসিরদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।
জি আর মামলা নং- ৬২/২৫ইং এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০০৩/৮ ধারায় মামলা চলমান। মামলা নং- ২২/২৫ইং। এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি, তদন্ত করে আইনগত ব্যবস্হা নেয়া হবে।