সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর উল্টে পড়ে থাকা তুলা বোঝাই ট্রাকটি ১২ ঘণ্টায পর বিকাল ৪ টায় সরানো হলে যানচলাচল স্বাভাবিক হয়েছে। ফলে মহাসড়কের ঢাকামুখী লেনে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মহাসড়কে চলাচল কারী যাত্রীরা।
হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন জানায়, ট্রাকটি সরানোর জন্য তাদের পর্যাপ্ত সরঞ্জাম নেই। তারা ট্রাকটির মালিকপক্ষকে দ্রুত সময়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও ব্যবস্থা নেয়নি মালিকপক্ষ। ফলে যানজটের সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম নগরের সিটিগেট থেকে মাদামবিবিরহাট পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে গাড়ির দীর্ঘজট লেগে ছিল। কখনো গাড়ি ঠাই দাঁড়িয়ে পড়ে, আবার কখনো ধীরে ধীরে চলতে থাকে। যানজটে আটকে থাকা গাড়ি গুলোর কিছু অসাধু চালক উল্টো পথে গাড়ি চালাতে দেখা গেছে। এতে উভয়দিকে যানজট বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
যানজটে আটকে পরা গাড়ীর চালক দুলাল জানায়,তাদের গাড়ি নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে হয়। না হলে জরিমানা করা হয়। এখন সিটিগেট থেকে মাদামবিবিরহাট পার করতে তাদের সময় লাগার কথা ৮ মিনিট। সেখানে তারা ৪০ মিনিট সময় ব্যয় করার পরও যানজট পার হতে পারেননি। কোথায় যানজট লেগেছে, আবার কি কারনে যানজট লেগেছে তা তারা জানেন না বলে জানান।লোকাল গাড়িতে তীব্র গরমে যাত্রীদের হাসফাঁস অবস্থা তৈরি হয়েছে। অতিরিক্ত ঘাম ঝরে যাত্রীরা ক্লান্ত হয়ে পড়ছে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মোমিন আরো বলেন, তুলা বোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়ার পথে সামনের চাকা খুলে মহাসড়কের উপর উল্টে যায়। এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে তারা তাদের রেকারভ্যান নিয়ে গাড়িটি একাধিকবার তোলার চেষ্টা করেছেন। গাড়িটি সরাতে না পেরে চালককে ভারি ক্রেন আনার জন্য নির্দেশনা দেন। গাড়ির মালিকপক্ষ ভারী ক্রেন আনার কথা বলে ১১ ঘণ্টা পার হয়ে যায়। ফলে যানজট দীর্ঘ হয়। তারা দ্রুত গাড়িটি সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গাড়িটি সরানোর পর যানজটমুক্ত মুক্ত করবেন বলে জানান।
পুলিশ জানায়,গাড়ীর মালিক রেকার আনতে দেরী করেছে,গাড়ীতে ভারী মাল তুলা ছিল। মালিক ছাড়া এগুলো সরানোও সম্ভব হয়নি।