সীতাকুণ্ড প্রতিনিধিঃ
আগামীকাল শরিবার সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে " শ্রী শ্রী জন্মাষ্টমী " উদযাপন উপলক্ষে এক বিশাল শোভাযাত্রা সকাল ৮ টায় প্রেমতলা আস্তানবাড়ী থেকে বের হয়ে সদর বাজার পদক্ষিন করে পূনরায় প্রেমতলা গিয়ে আলোচনা সভায় যোগ দিবেন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহা সচিব লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ।
ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে উক্ত অনুষ্ঠানে যোগদান করার জন্য আহবান জানান জন্মাষ্টামী উদযাপন পরিষদদ বাংলাদেশ সীতাকুণ্ড শাখার সভাপতি শ্রী রতন কুমার নাথ,সাধারণ সম্পাদক শ্রী সুনন্দা ভট্টাচার্য্য সাগর