সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে নিরাপদ সড়ক ও জীবনের নিরাপত্তার দাবিতে স্থানীয় জনগণকে সাথে নিয়ে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে মহাসড়কের পাশে মানববন্ধন করা হয়েছে।
জানা যায়,সীতাকুণ্ড অঞ্চল জুড়ে প্রায় জায়গায় ট্রাক ও ক্যাভার্ড ভ্যানের টার্মিনাল গড়ে উঠে। টার্মিনাল গুলোর অব্যবস্থাপনার ফলে প্রতি নিয়ত ট্রাক ও ক্যাভার্ড ভ্যান গুলো ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকার কারণে মাইল পর মাইল দীর্ঘ যানজট লেগে থাকে।এতে করে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।বিশেষ করে এ্যাম্বুলেন্সের রোগীদের অসহনীয় যন্ত্রণায় ভুগতে হয়।তাই এই যানজট নিরসণের লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও জনতা সমন্বয় পরিষদের (STP Association) উদ্যোগে মানববন্ধন করা হয়।উক্ত মানববন্ধনে " আমরা বাড়ি ফিরতে চাই " এই স্লোগানকে সামনে রেখে কেডিএস লজিস্টিক ডিপু ও পোর্টলিংকসহ বিভিন্ন কনটেনার ডিপু ও বাস কাউন্টারের গাড়ি গুলো রাখার অব্যবস্থাপনা সমস্যার বিষয় গুলো কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়।এতে উক্ত ডিপু গুলোর কর্তৃপক্ষ উপস্থিত নেতৃবৃন্দের কথা গুলো মনোযোগ সহকারে শুনেন এবং তারা সমস্যার সমাধান করবেন বলে তাদেরকে আশ্বস্ত করেন।এসময় উপস্থিত ছিলেন, পরিষদের ওয়াহিদ, মুজাহিদ আব্দুল আল ইমরান,সাকিবুল আবির ও মাহমুদ প্রমূখ।