স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ
খুলনার দাকোপের বাজুয়া-খুটাখালী ঐতিহ্যবাহী আর্য্য হরিসভায় শ্রীশ্রী কৃষ্ণ জন্মাষ্টমী মহাধুমধাম ও উৎসব মূখর পরিবেশে আগামী ১৬ আগষ্ট শনিবার ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী শুরু হবে।এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সকল ভক্ত বৃন্দের সহযোগিতায় আর্য্যহরিসভা কতৃপক্ষ প্রস্তুতি মূলক সকল কার্ক্রম সমপন্ন করেছে।নতুন উদ্দিপণা ও আদ্যাত্নিক আনন্দ নিয়ে। এই প্রবিত্র দিনটি শুধুমাত্র একটি উৎসব নয়,বরং এটি আমাদের জীবনে ভগবান শ্রী কৃষ্ণের দিব্যশক্তি ও প্রেমের আলো ছড়িয়ে দেয়। তবে এ বছর কৃষ্ণ জন্মাষ্টমীর তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে।কারো কারো মতে ১৫ আগষ্ট কৃষ্ণজন্মষ্টামী আবার কারও মতে ১৬ আগস্ট জন্মাষ্টামী পালিত হবে।ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের জস্মাষ্টমী শুরু হচ্ছে ১৫ আগস্ট রাত ১১টা ৪৯ মিনিট থেকে এবং এই তিথি সমাপ্ত হবে ১৬ আগস্ট রাত ৯ টা ৩৪ মিনিটে।প্রচালিত বিশ্বাস অনুযায়ি ভাদ্যপদ মাসের কৃষ্ণ পক্ষের অসাটমী তিথিতে মাঝরাতে কৃষ্ণ জন্মগ্রহণ করেন। এ কারনে মাঝরাতে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী শুরু হচ্ছে ১৫ অগস্ট রাত ১১টা ৪৯ মিনিট থেকে এবং এই তিথি সমাপ্ত হবে ১৬ অগস্ট রাত ৯টা ৩৪ মিনিটে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে মাঝরাতে কৃষ্ণ জন্মগ্রহণ করেন। এ কারণে মাঝরাতে কৃষ্ণের জন্মোৎসব পালন করা হয়। পঞ্জিকা অনুযায়ী এ বছর গৃহস্থরা ১৫ অগস্ট ও বৈষ্ণবরা ১৬ অগস্ট জন্মাষ্টমী পালন করবে।১৫ অগস্ট জন্মাষ্টমীর শুভক্ষণ মাঝরাতে পুজোর শুভক্ষণ: ১২টা ৪ মিনিট থেকে ১২টা ৪৭ মিনিট, মোট ৪৩ মিনিট সময়।
পারণের সময়: ১৬ অগস্ট রাত ৯টা ৩৪ মিনিটের পর। কারণ এই সময়ের পর অষ্টমী তিথি ছেড়ে যাচ্ছে। তবে কিছু কিছু স্থানে মাঝরাতের পর পারণ করা হয়। মধ্যরাত্রি ১২টা ২৬-এর পর পারণ করা যাবে।১৬ অগস্ট জন্মাষ্টমীর শুভক্ষণ।
পারণের সময়: ১৭ অগস্ট ভোর ৫টা ৫১ মিনিটে।
এই তিথিতে সকালে স্নানের পর পুজো করুন। নাড়ু গোপালকে ময়ূরপঙ্খ নিবেদন করুন। ধর্মীয় ধারণা অনুযায়ী এভাবে পরিবারে ইতিবাচক শক্তি প্রসারিত হয় ও কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়।