বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়নপরিষদের ৩ বারের সাবেক মেম্বার ওয়াহাব আলী মেম্বারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামস্থ তারনিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ধনপুর গ্রামের মৃত নছিব উল্লাহ’র পুত্র ওয়াহাব আলী মেম্বারের বিরুদ্ধে থাকা মামলা নং ১০(তাং ২২.০৬.২৫ইং)। তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসারইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে সিলেট-২ আসনেরসাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী নিখোঁজের পর২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ঘটে যাওয়া রনক্ষেত্রের ঘটনায় আহত হওয়ার প্রায় ১৩ বছরপর গত ৬মে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিশ্বনাথ উপজেলাররামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর পুত্র হাবিবুর রহমান বাদী হয়েএকটি মামলাটি দায়ের করেন। মামলায় ১০৫ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরোওপ্রায় ৩ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে। ওই মামলার এজাহারনামীঅভিযুক্ত হচ্ছেন গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা ওয়াহাব আলী। আদালতের নিদের্শনায়পরবর্তিতে বিশ্বনাথ থানা পুলিশ মামলাটি রের্কড করে। যার নং ১০ (তাং ২২.০৬.২৫ইং)।