বিশেষ সংবাদদাতা-
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের মহানগর কমিটির সভাপতি লায়ন শংকর সেন গুপ্ত এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক লিটু সূত্রধর। এতে আশীর্বাদক ছিলেন পটিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ রবীশ্বরানন্দ পুরী মহারাজ। প্রধান অতিথি ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. রাজিব বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রাজীব ধর তমাল। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সুমন পাল, সহ সভাপতি লায়ন সন্তোষ কুমার নন্দী,লিটন আচার্য, লিটন কুমার দাশ, কার্যকরী সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশা, সহ-সাধারণ সম্পাদক অজয় দে বলরাম ও সোমা রানী দাশ, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ বল, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন দত্ত, অর্থ সম্পাদক রাজু দাশ, দপ্তর সম্পাদক সুকান্ত মজুমদার,
সাংস্কৃতিক সম্পাদক টুনটু দাশ বিজয়,আনন্দবাজার সম্পাদক দিবাকর সেনগুপ্ত, পূজা সম্পাদক রূপঙ্কর গুপ্ত, যুব উন্নয়ন সম্পাদক সঞ্চয় ধর সনজু, সহ-দপ্তর সম্পাদক নারায়ণ দে ও প্রাইম ঘোষ, প্রকৌশলী অভিজিৎ চৌধুরী অভি, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক এস কে সাগর, অভ্যর্থনা সম্পাদক রাজু বণিক, মহিলা বিষয়ক সম্পাদক অশ্রু চৌধুরী ও সহ-মহিলা সম্পাদক দীপ্তি দাশ, জয়া বল তপু ও মৌসুমী চৌধুরী, শিলা চৌধুরী,রিটন মহাজন, কার্যকরী সদস্য ইমন সেন। অনুষ্ঠানে মহানগরের বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ, সদস্য এবং শুভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পাঁচুরিয়া তপোবন আশ্রমের শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ।
বক্তারা বলেন, আগামী ১৬ আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন মাঙ্গলিক আয়োজনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।