জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ২২ কোটি ১৬ লক্ষ ৯৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে পৌর সম্মেলন কক্ষে বাজেট অধিবেশনে বাজেট ঘোষণা করেন চন্দনাইশ পৌরসভার প্রশাসক রাজিব হোসেন। এসময় তিনি জানান আয়-ব্যয়ের অপ্রাসঙ্গিক বাজেট বাদ দিয়ে একেবারে প্রাসঙ্গিক ভাবে করার চেষ্টা করেছি, শিক্ষা, ক্রীড়া, মেধাবী শিক্ষার্থী ও মানবিক কাজের জন্যও বাজেট রয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে পৌরসভার জন্য ২২ কোটি ১৬ লক্ষ ৯৭ হাজার টাকার বাজেটে উন্নয়ন বাজেট ১৭ কোটি ৬৮ লক্ষ ১২ হাজার টাকা ও রাজস্ব বাজেটে ৪ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, ওসি গোলাম সরোয়ার, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দিন, শিক্ষা কর্মকর্তা কবির হোসাইন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।