জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে জাবের মিয়া নামের ১৬ বছরের এক তরুণ জেলের মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামের কনর মিয়ার ছেলে।
জানাগেছে, (৩১ জুলাই ) বৃহস্পতিবার বাড়ির পাশে হাওরে নৌকা দিয়ে ছাঁই জাতীয় মাছের ফাদ দিয়ে মাছ ধরতে যায় জাবের।
এ সময় অসাবধানতাবশত হাওরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের টানা তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবের মিয়ার মৃত্যু হয় বলে চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনাচর্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, মৃত জেলের পিতার আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।