সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ আশরাাফুর রহমান (১৪) নামক এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মুরাদপুর ইউনিয়নের দোয়াজী পাড়া গ্রামের ইসাক কোম্পানির বাড়ির সোহাগের পুত্র এবং সীতাকুণ্ড ( আলিয়া) কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। মঙ্গলবার ভোর বেলায় সীতাকুণ্ড পৌর সদরে অবস্থিত একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয় ।
স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ আশরাফুর রহমানের শরীরে গত শুক্রবার জ্বর দেখা দেয়। জ্বরের মাত্রা বেড়ে গেলে তাকে শনিবার হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করান।
রবিবারে তার রিপোর্টে ডেঙ্গু জ্বর পজেটিভ আসলে পরে তাকে সীতাকুণ্ড একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। ভর্তি করার পর মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নানা মোহাম্মদ আলাউদ্দিন জানান,
৪ দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাতি আশরাফুর রহমান মারা যায়।