বিশেষ সংবাদদাতা-
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং অবহেলিত পতেঙ্গাবাসীর দীর্ঘদিনে যৌক্তিক প্রাণের দাবিগুলো
বাস্তবায়নের লক্ষ্যে গঠন করা হয় পতেঙ্গা নাগরিক অধিকার ফোরাম।
বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মুজিবুল হক কোম্পানির আহ্বানে এক আলোচনা সভায় পতেঙ্গার সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টা ও অংশ গ্রহনের মধ্যে দিয়ে যাত্রা শুরু হয় পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের।
গতকাল ২৭ জুলাই বিকাল ৪টায় পতেঙ্গা উচ্চ বিদ্যালয় শপিং কমপ্লেক্সের সৈকত কমিউনিটি সেন্টারের হল রুমে পতেঙ্গা কাঠগড় ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা হাজী মোঃ ইদ্রিস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিন্ধান্ত হয়েছে পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের কার্যক্রমকে আরও বেগবান করতে সমাজ সেবক হাজী মুজিবুল হক কোম্পানিকে
আহ্বায়ক, সাইফুদ্দিন মো. খালেদ সিনিয়র -যুগ্ম আহবায়ক ও নাজমুল হুদাকে সদস্য সচিব করে
আগামী এক সাপ্তাহের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের এ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ডাক্তার, ইন্জিনিয়ার,ব্যাংকার,শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী,ব্যবসায়ী,বিভিন্ন শ্রমিক সংগঠন ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ রাজনৈতিক, অরাজনৈতিক সামাজিক সংগঠনের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা
ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দকেও যুক্ত করা হবে।
পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে পতেঙ্গার সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় রাজনীতির উর্ধ্বে থেকে জাতি,ধর্ম-বর্ণ,দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক হাজী মুজিবুল হক কোম্পানি।