জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ই জুলাই (শনিবার) সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী'র সভাপতিত্বে এই শপথ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি দু'টি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন। সমাজসেবার সুপারভাইজার শফিউল আজমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা,চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা.রশ্মি চাকমা,কৃষি কর্মকর্তা আজাদ হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া,সহকারী প্রোগ্রামার এনামুল কবির,সমাজসেবা সহকারী কর্মকর্তা ফারহানা জাহানসহ উপজেলা ও পৌরসভা এলাকার সেবাপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।