কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ডে লায়ন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বিএসসির উদ্যোগে ৬০০ জন নারী পুরুষকে ফ্রি চিকিৎসা দেয়াসহ
৫০ জনকে চোখের ছাউনি ফ্রি অপারেশন করার জন্য চট্টগ্রাম নেয়া হয়েছে।
গত শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১নং সৈয়দপুর ইউনিয়নস্হ বশতনগর উচ্চ বিদ্যালয়ে এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ,শিক্ষানুরাগী, উপজেলা জাগদল ও বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম আবু তাহের বিএসসি এমজেএফ এর উদ্যোগে ২৪ জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এবং লাইন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সার্বিক তত্ত্বাবধানে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, লায়ন জেলা ৩১৫/বি৪ সদ্য প্রাক্তন গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ,বিশেষ অতিথি লায়ন হানিফা নাজিম হেনা,লায়ন জাফর আহমেদ,লায়ন জুনায়েত রহমান রিফাত, লায়ন বজলুর রহমান অপু বক্তব্য রাখেন।আরো উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার নাথ,মোঃ নুরুন নবী,নজমুল বারী পিন্টু,শিক্ষক মাওলানা আব্দুল জব্বার, রাশেদুল হক,নাছির উদ্দিন, মোজারদুল আলম সুমন প্রমূখ।ফ্রি চক্ষু চিকিৎসা নেন প্রায় ৬০০ জন নারী পুরুষ এবং প্রায় ৫০ জনের চোখের মধ্যে ছাউনি পড়ার কারণে তাদেরকে ফ্রি আসা যাওয়াসহ অপারেশনের জন্য লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল হাসপাতালে পাঠানো হয়।