জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রধান সড়কে ঝরলো টগবগে যুবকের তাজা প্রাণ। যা কোন অবস্থায় মেনে নেয়া যাচ্ছে না। তার পরিবারে চলছে শোকের মাতম ও এলাকায় শোকাবহ অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রাম এলাকা থেকে একটি মোটর সাইকেলযোগে ৩ জন আরোহী জগন্নাথপুর সদর বাজারে আসছিলন। পথে স্থানীয় নারিকেলতলা নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩ জন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় পথচারী জনতা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ওসমানীতে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মোটরসাইকেল আরোহী খায়রুল ইসলামকে (২৩) মৃত ঘোষণা করেন। সে গন্ধর্বপুর গ্রামের এমদাদুর রহমানের ছেলে। তার সাথে আহত অন্য ২ জন গন্ধর্বপুর গ্রামের চান মিয়ার ছেলে রাজন মিয়া (২২) ও ইনাতগঞ্জ গ্রামের নুরুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (১৯)। তাদের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে। এর মধ্যে হৃদয় মিয়ার পা ভেঙে গুড়ো হয়ে গেছে বলে স্থানীয় সাংবাদিক ফখরুল ইসলাম নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত না করে মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে। এদিকে-২৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এতে সর্বস্তরের শোকার্ত জনতা অংশ গ্রহণ করেন।