সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে ব্যবসায়ী,রাজনীতিবিদ, সাংবাদিক,সরকারী কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা,বানোয়াট ও অর্থ আদায়ের অপকৌশল ও এলাকায় অস্হিরতা সৃষ্টির প্রতিবাদে ভাটিয়ারীবাসী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন।সম্মেলনে আমার দেশ পত্রিকার অনলাইন ভার্সন প্রতিনিধি জহিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্হা ও প্রতিনিধিত্ব বাতিলের দাবী জানান।
২৪ জুলাই বৃহশপতিবার দুপুর ১২ টায় ভাটিয়ারী কদমরসুলস্হ বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নূরুল আলম সীতাকুণ্ড প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠকালে বলেন,
হলুদ সাংবাদিকতা সহ নানান অপকর্মের কারনে সীতাকুণ্ড প্রেসক্লাব থেকে বহিস্কৃত জহিরুল ইসলাম জহির গত ২০ জুলাই দৈনিক আমার দেশ পত্রিকার অনলাইন ভার্সনে ভাটিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল আনোয়ার "আওয়ামীলীগ নেতাদের কে ব্যবসা দিচ্ছে " শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে।যার অভিযোগ কারী আমি, (কদমরসুলের এলাকায় নূরুল আলম) এই প্রতিনিধি কে অভিযোগ করি বলে উল্লেখ করেছে। এই মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রনীত সংবাদ এলাকায় দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।
অথচ এই হলুদ সাংবাদিকের সাথে আমার গত ১০ বছরেও দেখা বা কথা হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,এই ভন্ড মিথ্যা প্রচারকারী সাংবাদিক জহির ইতিপূর্বে জঙ্গল সলিমপুরে বিএনপির সন্ত্রাসীরা মন্দির ভাংচুর, সলিমপুরে মানববন্ধনে বিএনপির হামলা, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক কাজী সালাউদ্দিন,সদস্য সামছুল আলম আজাদ, মোঃ সালামত উল্লাহ সহ অনেকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার সহ ৩/৪ টি সংবাদ করেছে যা মিথ্যা বানোয়াট। সে মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে সীতাকুণ্ডে অস্হিরতা সৃষ্টি করতে লিপ্ত রয়েছে। জহির আওয়ামীলীগ আমলে অবৈধ উপজেলা চেয়ারম্যান ও এমপি মামুনের অত্যন্ত সহযোগী ছিলেন, আওয়ামী সৃযোগ সুবিধা ভোগ করে চারতলা ভবন করেছেন সীতাকুণ্ডে। জহির সাংবাদিকদের মধ্যেও দুভাগ করে সাংবাদিকদের মধ্যে অশান্তি সৃষ্টি করে আসছে।সে বিএনপির মধ্যেও তাই কর চলেছে। ইতিপূর্বে জহির ও পত্রিকার সংশ্লিষ্টদের কে আইনী নোটিশ প্রদান করা হয়েছে।আমরা অপসাংবাদিক জহির কে আমার দেশ পত্রিকায়
থেকে বিতারিক করে ভাল প্রকৃত সাংবাদিককে নিয়োগ দেয়ার দাবী জানান।
সম্মেলনে আরো উপস্হিত ছিলেন,এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যে সিরাজুল ইসলাম চৌধুরী,সালাউদ্দিন চৌধুরী,নূরুল আলম,মোহাম্মদ নবী,মোহাম্মদ ইউছুফ,মোঃ মোরশেদ,মোঃ তারেক,মোঃ ইসলাম, জানে আলম জুনু,মোঃ হোছেন সহ আরো অনেকেই।