জসিম উদ্দীন ফারুকী, বিশেষ(চট্টগ্রাম)প্রতিনিধি:
চন্দনাইশে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা আবুল হাশেম রাজু। দীর্ঘ ১৭ বছর পর চন্দনাইশে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার'র প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু।
শনিবার (১২ জুলাই) সকালে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এম এ হাশেম রাজু বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। মায়ের মৃত্যুতে কবরে মাটি দেওয়ার ও সুযোগ পায়নি। দীর্ঘ ১৭ বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। এখনো অনেক মামলা রয়েছে, গরু চুরিসহ ৯৭ টা মামলা হয়েছে আমার বিরুদ্ধে ।
ফ্যাসিবাদী সরকারের আমলারা এখনো বিভিন্ন ইয়াবা, মাটি খনন, অবৈধ ব্যবসার সাথে জড়িত। তাদের অনেক দোসররা আছে, যারা এখনো অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, ছাত্রনেতা মো : ফয়সাল উদ্দিন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন সদস্য উম্মে ছালমা হাফিজা বেগম চৌধুরী, মাস্টার মনিরুল ইসলাম চৌধুরী , জসিমউদ্দিন চৌধুরী, জয়নুল আলম প্রমুখ।