সীতাকুণ্ড প্রতিনিধিঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন জেলা গভর্ণর, বিএনপি’র সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ এর পৃষ্ঠপোষকতায়, জেএএম সংস্থার উদ্যোগে ও বন্ধন লায়ন্স ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় সীতাকুণ্ড পৌরসভাধীন এলকে সিদ্দিকী স্কয়ারে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম শহরের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এতে চিকিৎসা সেবা দিবেন বলে আয়োজকদের সূত্রে জানা গেছে।
এ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা সীতাকুন্ড এলকে সিদ্দিকী স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ডাঃ কমল কদর, সীতাকুন্ড কলেজ এডহক কমিটির সদস্য মোঃ বখতিয়ার উদ্দিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের সেক্রেটারী লায়ন আবু তাহের, স্থানীয় আয়োজক তথা স্বেচ্ছাসেবকদের মধ্যে মো. জিয়া উদ্দিন, মো.ইসমাইল হোসেন সিরাজী, মো.কামরুল ইসলাম বাবলু, মো. মহিন উদ্দিন মহিন, বাহার উদ্দিন নীরব, মহিদুল আলম আবির, রেজাউল করিম মুন্না, মো. মিনহাজ উদ্দিন, মো. বাপ্পি, মো. তানবীর ফয়সাল, আলিম উদ্দিন অভি, সাইফুল ইসলাম, সাইম হাসান সানি, ইব্রাহিম হোসেন তারেক, আজওয়াদ মাহমুদ অভি, রবিউল হোসেন সাইমন প্রমূখ।
প্রস্তুতি সভায় বিস্তারিত আলোচনা শেষে কার্যক্রমকে সুষ্ঠু, সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাইকিং, লিফলেট বিতরণ কর্মসুচী পরিচালনার সিন্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় গত রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীতাকুন্ড সিকিউর সিটির সামনে রেজিস্ট্রেশন বুথে সংশ্লিষ্ট সেবা প্রার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন আজ শুক্রবার রাত ৮ টা প্রযন্ত চলবে।