জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এবার আশানুরূপ হয়নি। জানাগেছে, ১০ জুলাই বৃহস্পতিবার সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
ফলাফলে জগন্নাথপুর উপজেলার ৩০টি মাধ্যমিক স্কুল থেকে ২২২৩ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৩৬৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৬১ দশমিক ৫৮ ভাগ এবং ১৭টি জিপিএ-৫ পেয়েছে। উপজেলার ১৮টি মাদ্রাসা থেকে ৮৪৭ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৫৯০ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৬৯ দশমিক ৬৬ ভাগ এবং মাত্র ১টি জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ২টি কারগিরী প্রতিষ্ঠান থেকে ১০৩ জন পরীক্ষার্থী কারিগরী পরীক্ষায় অংশ নিয়ে ৬৯ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭৬ দশমিক ৭০ ভাগ এবং ২টি জিপিএ-৫ পেয়েছে। জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, এবারের ফলাফল আশানুরূপ হয়নি।