জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধ:
দোহাজারী সাঙ্গু নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানির স্রোতে ভেসে গেল যুবক। জানা গেছে, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সাঙ্গু নদী থেকে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সাইফুল ইসলাম (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪টার সময় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ ঘাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক কক্সবাজার জেলার উখিয়া থানার পালংখালী ইউনিয়নের তেলখোলা গ্রামের তোফায়েল আহমদের ছেলে।
সে দিয়াকুল নিপেন্দ্র মাষ্টারের ভাড়া বাসায় থেকে গত ৫ মাস ধরে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের সুমন মিস্ত্রির অধীনে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীতে পানির স্রোত বেশি থাকায় উজান থেকে জ্বালানির জন্য লাকড়ি ভেসে যাচ্ছিল। নদীর একপাশ থেকে সাইফুল লাকড়ি সংগ্রহ করছিলেন। লাকড়ি সংগ্রহ করতে করতে একপর্যায়ে নদীতে পড়ে যান তিনি। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর আর তাঁকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৯নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাওলানা মোহাং নাজিম উদ্দীন বলেন, জ্বালানির জন্য লাকড়ি সংগ্রহ করতে গিয়ে সাইফুল নামে এক যুবক সাঙ্গু নদীতে ভেসে যান। অনেক খোঁজার পরেও তাঁকে পাওয়া যায়নি।