প্রতারণার নতুন ফাঁদ পেতেছে দুষ্কৃতিকারীরা, ব্যবহার করেছে চন্দনাইশ থানার ওসির ছবি। জানা গেছে, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কিছু দুষ্কৃতিকারী হোয়াটসঅ্যাপে প্রতারণার চেষ্টা করছে। সম্প্রতি প্রতারক চক্রটি বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল ব্যাংকিং মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছে। এ বিষয়ে থানার পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, প্রতারকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছে অর্থ দাবি করছে। বিশেষ করে ওসি’র ইউনিফর্ম পরা ছবি ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জের সরকারি মোবাইল নম্বর হলো ০১৩২০-১০৭৮৮৬। কেউ যদি কোনো সন্দেহজনক কল বা হোয়াটসঅ্যাপ বার্তা পান, তবে সরাসরি এ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানা ওসি নুরুজ্জামান বলেন, ‘আপনারা নিজেরা সতর্ক থাকুন এবং অন্যদেরও সতর্ক করুন। কোনো ধরনের মোবাইল লেনদেন বা অর্থ পাঠাবেন না। কেউ যদি পুলিশের পরিচয়ে হোয়াটসঅ্যাপ কল বা মেসেজের মাধ্যমে টাকা দাবি করে, সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করুন।’
থানার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত করতে প্রযুক্তি ব্যবহার করে তদন্ত চলছে।