চন্দনাইশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মহরম স্মৃতির পাঠাগার। উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন থেকে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় শিক্ষা বিষয়ক সংগঠন বহরম স্মৃতি পাঠাগার।
“সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫” শীর্ষক এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয় এক উষ্ণ, প্রাণবন্ত পরিবেশে। অনুষ্ঠানটি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার পথে সম্মান, উৎসাহ এবং অনুপ্রেরণার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহরম স্মৃতি পাঠাগার-এর সভাপতি মামুনুর রহমান।
সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রকল্যাণ সম্পাদক ইশতিয়াক আহমদ নিয়াজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘প্রয়াস’-এর সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ রিদুওয়ান রহমান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কৃতী শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পুরো এলাকাকে গর্বিত করেছে। ভবিষ্যতে তাদের হাত ধরেই সমাজ আলোকিত হবে — এই প্রত্যাশাই বহরম স্মৃতি পাঠাগারের।
বহরম স্মৃতি পাঠাগার
— একটি স্বপ্ন, একটি অঙ্গীকার —
আলোকিত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।