চট্টগ্রামের সীতাকুণ্ডে মিরসরাইয় এসিল্যান্ডের গাড়িকে এক বটবটির সাথে দূর্ঘটনা কবলিত হয়ে দুমড়ে মুছড়ে যায়।
শুক্রবার (২৭ জুন) বিকেল পৌনে ৪টায় পৌরসদরের শেখ পাড়া এলাকায় এসিল্যান্ডের গাড়িকে একটি ভটভটি সজোরে ধাক্কা দিলে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও সৌভাগ্যক্রমে রক্ষা পান এসিল্যান্ড ও গাড়ির চালক ও
মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে তিনি চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন। তার গাড়িটি যখন পৌনে ৪টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের শেখ পাড়া এলাকা অতিক্রম করছিলো তখন হঠাৎ রং সাইড থেকে একটি ভটভটি এসে সজোরে ধাক্কা দিলে গাড়ির একপাশ দুমড়েমুচড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে তিনি ও চালক আজম অক্ষত রয়েছেন। পরে গাড়িটি মেরামতে পাঠিয়ে দিয়ে তিনি বিকল্প গাড়িতে করে চট্টগ্রাম নগরীতে পৌঁছান।