সীতাকুণ্ড বন্ধু মহল আয়োজিত ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার রাত ৮টায় হোটেল ৯৯ এর কমিউনিটি সেন্টারে বন্ধু মহলের এড. আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ও মোঃ নাজিম উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের (সিআরবি) সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর এড. মাওলানা তাহমীদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সহ-সভাপতি খাইরুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, পৌরসভা সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম,ছাত্র শিবির থানা অফিস সম্পাদক এস এম মাহবুবুল হক যোবায়েরসহ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
[caption id="attachment_8585" align="alignnone" width="300"] সীতাকুণ্ড বন্ধুমহল মিলে ঈদ আড্ডা[/caption]
আরো বক্তব্য রাখেন, ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি তাওমীদুল হক চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ক্রীড়া সম্পাদক পিয়ার আহমদ,মানব কল্যাণ সংস্হার নির্বাহী প্রধান মোতালেব হোসেন, দলিল লেখক মোঃ হেলাল উদ্দীন, পৌরসদর ব্যবসায়ী মোঃ আলী, অনুষ্ঠানে সুলিল কণ্ঠে ইসলামী সংগীত পরিবেশন করেন আবুল হোসেন।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, রাফী, সুমন,জাসেদ, রবি ও রুবেল আনছারী প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাওহীদুল হক চৌধুরী তার বক্তৃতায় বলেন, তৎকালীন স্বৈরাচারী দানব সরকার যখন জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপর যেভাবে ষ্টীম রোলারের যাতাকলে নির্যাতিত এবং নিষ্পেষিত হয়ে তারা বাড়ীঘর ছেড়ে বাহিরে ছিল। এই বাড়ীঘর ছাড়া অবস্হায় যাতে একটু স্বস্হি ভোগ করতে পারে,সেই জন্য আমাদের ভাইয়েরা এই " বন্ধু মহল " গঠন করে বিভিন্ন স্হানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাই বন্ধুরা একে অপরের খোঁজ খবর নিয়ে একটু শান্তি পাওয়ার প্রয়াস। তিনি আরো বলেন,পুরো উপজেলাসহ আমাদের পৌরসভায় ইসলামের বিজয়ের পতাকা উড়াব এবং আমাদের বন্ধু মহলের বন্ধুরা মিলে আমরা সকলে পৌরসভা কোন ধরনের চাঁদাবাজী, মাস্তানী, দখলবাজী করতে দিবো না। আমরা কাউকে পৌরসভার স্হিতিশীল পরিবেশকে অস্হিতিশীল করতে দিবো না ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ ফোরকান আবু এই সুন্দর আয়োজনের জন্য বন্ধু মহলকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমরা আজকের মত আগামী বাংলাদেশকে সুন্দর দেশ গড়ার জন্য বন্ধু মহলকে এগিয়ে আসার আহ্বান জানায়।
থানা শিবির অফিস সম্পাদক যোবায়ের বলেন, আমরা দানব শেখ হাসিনার ষ্টীম রোলারের মত নির্যাতনের শিকারের পর আজ আমাদের সুখের দিন গড়ে তোলার জন্য আজকের আয়োজনের বন্ধু মহলকে ইসলামের বিজয়কে আগামী নির্বাচনের বিজয় ঘরে তুলতে হবে ইনশাআল্লাহ।