চট্টগ্রাম সীতাকুণ্ডে পুকুরে ডুবে সাফায়েত নামে দুই বছর বয়সী এক শিশু কন্যার মৃত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল দশটার সময় উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় এ ঘটনা ঘটে। সাফায়েত ওই গ্রামের দুলার বাড়ির মোঃ সোহেলের কন্যা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ইফতেখার আহম্মদ জুয়েল।
স্হানী সূত্রে জানা গেছে, সকালে ঘরের বাহিরে খেলা করার ফাঁকে সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন
খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে মৃত দেহ ভেসে উঠতে দেখে। এসময় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
এদিকে সীতাকুণ্ডের বারৈয়ারঢালা পাহাড়ি এলাকায় সহস্রধারা ঝর্ণায় শনিবার দুপুরে ভ্রমণে আসে আনোয়ার তাহসিন। সঙ্গে ছিলো সাত বন্ধু।
বন্ধুরা হলো, নাফিস , কফিল, ফাহিম, সুমিত, ইবরার ও আহাদ। তারা সবাই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ছাত্র।
নিহত তাহসিন কেইপিজেট এর প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার কবিরের একমাত্র ছেলে। মা লুৎফর নাহার জীবন বীমা কর্পোরেশনের উপসচিব ও জিএম। বসবাস করেন চট্টগ্রাম ডিওএইচএস বাসাতে। তাদের বসতবাড়ি নোয়াখালি লক্ষিপুর থানার পাঁচপাড়া চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা।
বন্ধুদের সামনে ঝর্ণাতে পড়ে তাহসিনের জীবন প্রদীপ নিভে যাওয়ার দৃশ্য কেউ মেনে নিতে পারছে না। কাঁদছে সহস্রধারাতে অঝোরধারায়। সহস্রধারা ঝর্ণার কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগীতা না পাওয়ায় এই মর্মান্তিক মৃত্যুর দৃশ্য চোখের সামনে দেখতে হয়েছে বলে জানান বন্ধুরা। এই মৃত্যুর ভযাবহ দৃশ্য দেখে ভ্রমণে আসা বন্ধু আহাদ ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে কাঁদছে অঝোর ধারায়। পরে পরিবার তাকে খোঁজে নেন।তবে জীবিত নয় মৃত।পানিতে ডুবে পর্যটক নিহতের ঘটনা প্রায় হচ্ছে,তবে আরো সতর্ক হওয়াও জরুরী।