ছাতকে পূর্বের ভিজিডি কর্মসূচি) উপকারভোগী ১৩৭ জন মহিলাদের ৫ মাসের চাল বিতরণ করা হয়।
(গত ৪জুন) বুধবার সকালে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে সরকার কর্তৃক বরাদ্দকৃত ২০২৩-২০২৪ অর্থ বছরের ভিডব্লিউবি কার্যক্রম (পূর্বের ভিজিডি কর্মসূচি) উপকারভোগী ১৩৭ জন মহিলাদের ভিডব্লিউবি জানুয়ারি হতে মে/২০২৫ মাসের মোট ৫ মাসের জনপ্রতি ৩০-৫ = ১৫০ কেজি হারে ৫ বস্তা করে খাদ্যশস্য চাল বিতরণ করা হয়।
বিতরণী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন,গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ছাতক উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, প্রনব লাল দাস।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহি উদ্দিন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ বুরহান উদ্দিন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হেলাল আহমদ, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শায়েস্তা হোসেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমগীর কবির, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সুরেতাজ মিয়া, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সামছুল হক, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হোসাইন আহমদ লনি, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইয়াহিয়া, সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ডের ইউপি সদস্যা মোছাঃ সালেহা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ডের ইউপি সদস্যা মোছাঃ ইয়াছমিন আক্তার, ৭,৮,৯নং ওয়ার্ডের ইউপি সদস্যা পূর্ণিমা রানী দে, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তন্ময় দাস, ইউডিসি উদ্যোক্তা মোঃ সুজেল মিয়াসহ উপকারভোগী প্রমুখ। সার্বিক সহযোগিতা করেছেন অত্র ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশবৃন্দ।