এলো মহিমান্বিত ঈদ আর এই ঈদ হচ্ছে মুসলামনদের ত্যাগ আর পুর্নর ঈদ আসছে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশ প্রবাসের সকলের আনন্দের শেষ নেই।
বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কে এর ওল্ডহ্যাম এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চানপুরের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী দবির হোসাইন বিশ্বনাথ ইউনাইটেড ইউ কে এর পক্ষ থেকে
সমাজের সর্বস্তরের মানুষকে ক্রিড়া ও সাংস্কৃতিক অংগনের সকলকে ইউনাইটেড ওল্ডহ্যামের পক্ষ থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সংকিপ্ত আলাপচারিতা দবির হোসাইন বলেন, আমরা এই পবিত্র ঈদে আমাদের আশেপাশে থাকা সমাজে অসহায় মানুষের মধ্যে থেকে তাদের পাশে দাড়াব এবং আমাদের যথাসাধ্য তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
সকলের সু সাস্ত ও সুন্দর জীবন কামনা করব।