মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পালন হতে যাচ্ছে আগামী শনিবার আর এই ধর্মীয় উৎসবে মুসলমানরা তাদের মনের পশুকে কোরবানি দিতে সদা প্রস্তুত হচ্ছেন, যার যার সামর্থ্য অনুযায়ী সবাই এই ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে যাচ্ছেন।
তারি ধারাবাহিকতায় থেমে নেই মানুষের মনের আনন্দের জোয়ার সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ছাতক সোনালী বাংলাবাজার ম্যানেজিং সাধারণ সম্পাদক ইরন মিয়া, হাজী আস্তফা মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশ্বনাথ উপজেলাসহ দৌলতপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, আমরা সৃষ্টির সেরা জীব আমরা আমাদের বনের পশু কোরবানির পাশাপাশি আমরা আমাদের মনের পশুকে কোরবানি দেব, এবং আমাদের আশেপাশে থাকা সমাজে অসহায় এবং দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে সামান্য পরিমাণে হলেও আমরা যার যার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।
তিনি ছাতক সোনালী বাংলাবাজার ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।