চন্দনাইশে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। জানা গেছে, উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে এক পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩০ মে ২৫ শুক্রবার সন্ধ্যা ৭টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চা বাগান রাস্তার মাথার পশ্চিম পাশে স’মিল সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, স্থানীয় বাসিন্দারা পুকুরে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।