চন্দনাইশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকস্মিকভাবে হামলা করে একজনকে গুরুতর জখম করা হয়েছে। উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ শাহসুফি বাড়ির শাহ আলম গং ও মৃত মুন্সী মিয়া গংয়ের পরিবারের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মুখোমুখি বাড়ি হওয়ায় পান থেকে চুন খসলেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
সর্বশেষ ৩০ মে ২৫ শুক্রবার দুপুরে ড্রেনে ময়লা পানি ছেড়ে দেয়াকে কেন্দ্র করে শাহ আলমের স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মৃত মুন্সী মিয়া পরিবারের সদস্যরা রোকেয়া বেগমকে একা পেয়ে বেদড়ক মারধর করে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে রোকেয়া বেগম মাথায় ও হাতে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন। তাকে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল স্থানান্তর করা হয়।
এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
পরিবার সূত্রে জানা গেছে, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন গুরুতর আঘাতপ্রাপ্ত রোকেয়ার পরিবার।