চট্টগ্রাম সীতাকুণ্ডে ৩ দিন ব্যাপী ভূমি মেলার প্রথম দিনে ভূমি সেবা প্রার্থীদের উপচে পড়া ভীড়ের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।২৪ ঘন্টায় আমিরাবাদের এস,এম নূরুল গনিকে খতিয়ান করে দেয়ায় সত্যি প্রসংশার দাবীদার সীতাকুন্ড এসি ল্যান্ড অফিস। এতে প্রশংসিত হচ্ছেন সীতাকুণ্ডের ইউএনও ফখরুল ইসলাম।
মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)' আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ভূমি মেলায় কুইজ প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ইউএনও মোঃ ফখরুল ইসলাম।
এতে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফা আলম সরকার, সমাজসেবা কর্মকর্তা লুৎফরনেছা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমত আরা বেগম,সমবায় অফিসার আঞ্জুমান আরা, জনস্বাস্হ্য অফিসার গণবেশ মহাজন, তথ্য সেবা অফিসার আছমারুল হোসনা,পল্লী অফিসার মরিয়ম আক্তার, ভূমি অফিসের পেশকার সবদেব হোসেন,নাজির কাজী নুরুদ্দীন হাসনাত, তহসিরদার মোঃ জসিম উদ্দিন,সীতাকুণ্ড সদর,কুমিরা,ভাটিয়ারী ভূমি অফিসের তহসীলদারগন,ক্রেডিট চেকিং সজিব দাসসহ সাংবাদিক ও সেবা গ্রহীতাগন।
ইউএনও ফখরুল ইসলাম তাঁর বক্তৃতায় বলেন, ভূমি মেলার মূল লক্ষ হচ্ছে সাধারণ সেবা গ্রহিতাদের মাঝে ভূমি সেবা নিতে আসা সেবা প্রার্থীদের সচেতন করা,যাতে তারা নিজেদের কাজ নিজেরা করতে পারে। সেবা প্রার্থীরা যেন দালালের খপ্পরে পড়ে হয়রানীর স্বীকার হতে না হয়, এবিষয়েও তাদেরকে সচেতন করা। নিজের জমির কাগজপত্র নিজেই আপডেট রাখা। সময় মত কর পরিশোধ করে রাজস্ব দানে সহায়তার পাশাপাশি নিজের সম্পদ নিরাপদ রাখার সচেনতা বৃদ্ধি করা।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন তিনি।