চট্রগ্রাম সীতাকুণ্ড আবুল খায়ের ষ্টীল মিলস ওয়ার্কশপে ২০/২৫ জনের একটি ডাকাত দল হামলা চালিয়ে দারোয়ানদের কে জিম্মি করে প্রায় সাত লক্ষ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এব্যাপারে সীতাকুণ্ড থানায় অভিযোগ করা হয়েছে।
কারখানার এজিএম ইমরুল কায়েস ভূঁইয়া জানায়, গতকাল ভোর পোনে ৬ টায় সীতাকুণ্ডের সোনাইছড়িস্হ আবুল খায়ের ষ্টীল মেল্টিং লিঃ কারখানার ট্রান্সপোর্ট ওয়ার্কসপে
ভোরসকাল পোনে ৬ টায় ১২/১৫ জনের এসটি ডাকাত দল রামদা,ছুড়ি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে কর্তব্যরত দারোয়ান কে জিম্মি করে কারখানার ট্রান্সপোর্ট ওয়ার্কসপ থেকে (৬০০) ছয়শত ফিট ওয়েল্ডিং ক্যাবল,৩ টি ওয়েল্ডিং মেশিন,ওয়েল্ডিং থেন্ডার মেশিন ৩ টি,গ্রান্ডিং মেশিন ২ টি ইলিক্ট্রিক ক্যাবল ৭ আরএম,প্রোপেলার সেপ্ট,কানেক্টিং রড, এমএস সেফ্ট,ব্রাশসেপ্ট সহ প্রায় অনুমানিক সাত লক্ষ টাকার
মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় বলে যায় যদি মামলা করে তাহলে আবারো এসে সবকিছু নিয়ে যাবে সাথে মারধরও করবে।
তিনি আরো বলেন,ডাকাতগুলো হয়তো স্হানীয় না হয় এতো সাহস দেখাতো না। দীর্ঘদিন ধরে একটি চক্র আবুল খায়ের ষ্টীলের নানান ক্ষতিসাধন ও বিরোধী অবস্হানে থেকে চুরি ডাকাতির ঘটনা ঘটাচ্ছে। তিনি তদন্ত সাপেক্ষে এসব ঘটনার দূষি ব্যাক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।