চট্টগ্রাম সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকায় দ্রুতগামী এক পিকঅপের ধাক্কায় এক লেগুনার চালক বিকাশ আচার্য্য (৪৫) নিহত হয়েছেন। নিহতের বড় ভাই আশিষ আচার্য্য আমাদের সময় কে জানায়, তার ভাই একটি কোম্পানীর নিরাপত্তা কর্মী আনা নেয়ায় চুক্তিভিত্তিক লেগুনার চালাতেন,আজ সকালে লোকজন নামিয়ে দিয়ে সুলতানা মন্দির বাজারে রাস্তার পাশে দাড়িয়ে গাড়ী চাকা চেক করছিলেন,এমন সময় হঠাৎ একটি দ্রুতগামী পিকঅপ লেগুনার পিছনে এসে সজোড়ে ধাক্কা দেয়,এতে তার ভাই ঘটনাস্হলেই প্রাণ হারায়,লেগুনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়,এসময় ঘটনাস্হলে থাকা আরো দুইজন গুরুত্বর আহত হয়,তাদের কে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোমিন আমাদের সময় কে জানায়, পিকঅপ চালককে আটক করা হয়েছে,তাছাড়া দূর্ঘটনা কবলিত দুটি গাড়ী ও জব্ধ করা হয়েছে।
এব্যাপারে একটি ইউডি মামলা হবে।