চট্টগ্রাম সীতাকুণ্ডে ৩ দিন ব্যাপী ভূমি মেলার প্রথম দিনে ভূমি সেবা প্রার্থীদের উপচে পড়া ভীড়ে মেলা জমে উঠেছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)'র উদ্যোগে আয়োজিত ভূমি মেলায় উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন নেছা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। আরো উপস্হিত ছিলেন,এলজিইডি কর্মকর্তা ইন্জিঃ আলমগীর বাদশা,প্রকল্প অফিসার জামিলুর রহমান,যুব উস্সয়ন কর্মকর্তা তাফাজ্জাল হোসেন,কৃষি অফিসার ইসতিয়াক আহমেদ,
সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমত আরা বেগম,সমবায় অফিসার মঞ্জুমান আরা, জনস্বাস্হ্য অফিসার গণবেশ মহাজন, তথ্য সেবা অফিসার আছমারুল হোসনা,বনরেঞ্জ অফিসার সুলতানা রাজিয়া,পল্লী অফিসার
মরিয়ম আক্তার, ভূমি অফিসের পেশকার সবদেব হোসেন,নাজির কাজী নুরুদ্দীন হাসনাত, ক্রেডিট চেকিং সজিব দাসসহ প্রমূখ।
এসিল্যান্ড মামুন তাঁর বক্তৃতায় বলেন, ভূমি মেলার উদ্দেশ্য হচ্ছে ভূমি সেবা নিতে আসা সেবা প্রার্থীদের সচেতন করা,যাতে তারা নিজেদের কাজ নিজেরা করতে পারে।সেবা প্রার্থীরা যেন দালালের খপ্পরে পড়ে হয়রানীর স্বীকার হতে না হয়,এবিষয়েও তাদেরকে সচেতন করা।