সীতাকুণ্ড প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের এক সভা বৃহস্পতিবার ২২ মে ক্লাবের নিজস্ব হল রুমে ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মোঃ সালাউদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, অফিস, পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
সভায় ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।