তোমার হাত ধরে চাঁদ ছোঁয়ার স্বপ্ন আমার ,তোমার কাঁধে মাথা রেখে রাতের আকাশ দেখার খুব ইচ্ছে হয়,
তোমার পায়ে পা মিলিয়ে নদীর ধারে শক্ত ঘাসে চলার বড় সাধ হয় , তোমার বাঁ হাত দু’হাতে জড়িয়ে নির্জন কোন রাতে রাস্তায় হেঁটে চলতে বড্ড ইচ্ছা হয়।
তোমার সাথে নৌকা করে হারিয়ে যাবো কোন মাঝ নদীতে,
মাথায় বেলী ফুলের মালা আর শুভ্র কোন শাড়ীতে হবো অপ্সরা!
সাগর পাড়ে যাবো কোন পড়ন্ত বিকেল বেলা ,
নীল শাড়ী আর পায়ে নুপূর পড়ে মিশে যাবো কোন জলপরীর সাথে!
খুব ভোরে ঘুম থেকে উঠে স্নিগ্ধ সতেজ হাসি দিয়ে বলবো ভালোবাসি তোমায় ,
সূর্যের আভায় ঝলকে উঠা আমার মুখচ্ছবিতে ঝলসে যাবে তুমি,
আমার মায়াবী চোখের গভীরে হারিয়ে যাবে তুমি,
ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নিবে তোমার প্রশস্ত বুকে।
এমন ভাবে আমি একটু একটু করে মিশে যাবো প্রতিদিন তোমার প্রতিটি স্বপ্নে।
#মুনিয়া মুন।